চারদিনে ১১৬২ মনোনয়নপত্র বিক্রি, জমা ৩৭১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ২৭ হাজার ৬৩৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৬২ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। একইসঙ্গে কেন্দ্রীয় সংসদে ১২৫টি ও হল সংসদে ২৪৬টিসহ মোট ৩৭১টি মনোনয়নপত্র জমা পড়েছে। আগামীকাল শেষদিনের মতো মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। গতকাল মনোনয়নপত্র বিতরণ শেষ হলেও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দাবির প্রেক্ষিতে একদিন বাড়ানো হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় তথ্যটি নিশ্চিত করেছে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
নির্বাচন কমিশন সূত্র বলছে, মনোনয়ন বিতরণের চারদিনে কেন্দ্রীয় সংসদ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫২৮ জন প্রার্থী। এছাড়া হল সংসদে ৬৩৪ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে ছাত্র হলে ৪৫৪ এবং ছাত্রী হলে ১৮০ জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন।
ছেলেদের হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়ন নিয়েছেন সোহরাওয়ার্দী হলে। চারদিনে ৮৩ জন শিক্ষার্থী মনোনয়ন নিয়েছেন, যা অন্য সব হলের তুলনায় অনেক বেশি। সবচেয়ে কম ২৬ জন মনোনয়ন ফরম তুলেছেন শিল্পি রশিদ চৌধুরী হোস্টেলের শিক্ষার্থীরা।
অন্যদিকে মেয়েদের হলগুলোর মধ্যে বিজয় ২৪ হল থেকে সর্বোচ্চ ৪০ জন নারী মনোনয়ন নিয়েছেন। সবচেয়ে কম ১৫ জন মনোনয়ন নিয়েছেন নবাব ফয়জুন্নেসা হল থেকে।
এ পর্যন্ত কেন্দ্রীয় সংসদে ১২৫ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। অন্যদিকে হল সংসদে ছেলেদের হলগুলো থেকে ১৫০ ও মেয়েদের হল থেকে ৯৬ টি ফরম জমা পড়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী। আজ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন থাকলেও আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন।
জানতে চাইলে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, গতকালই আমরা মনোনয়ন ফরম বিতরণ শেষ করেছিলাম। কিন্তু আজ হঠাৎ করে ছাত্রদলের নেতারা ২ দিন বাড়ানোর জন্য দাবি তোলে। তাঁদের দাবির প্রেক্ষিতে জরুরি মিটিং করে ১ দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়। আগামীকাল আমরা শুধু জমা নিবো। আমি অত্যন্ত আনন্দিত যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
তফসিল অনুযায়ী আগামীকাল প্রার্থীরা সংগ্রহকৃত মনোনয়ন ফরম জমা দিবেন। এরপর ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পরে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।