জাকসুর চূড়ান্ত ফল কি আজ দিনেও মিলছে না?

১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ PM
ভোট দেওয়ার পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস

ভোট দেওয়ার পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল মিলছে না আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনের মধ্যে। এরই মধ্যে ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ৪২ ঘণ্টা পার হয়েছে। এর আগে কয়েক দফায় পরিবর্তন করা হয়েছে ফল ঘোষণার সময়।  

বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মুনিরুজ্জামান। তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল দুপুর ২টার মধ্যে ভোট গণনা শেষ হবে। তবে চুড়ান্ত ফলাফল আজ শনিবার সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে। 

সর্বশেষ আটটি হলের অনানুষ্ঠানিক ফলাফল পাওয়া গেছে, যেখানে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ আরিফের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এছাড়াও জিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির মনোনীত প্যানেলের মো. মাজহারুল ইসলাম এবং এজিএস পদে এগিয়ে আছেন ফেরদৌস।

এর আগে গতকাল শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

এছাড়াও গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, রাত ১০টা থেকে ১১টার মধ্যেই সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফল প্রকাশ করা সম্ভব হবে। তার আগে দুপুরের দিকেও তিনি ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় জানিয়েছিলেন।

তবে নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেও তা পূরণ করতে পারেনি নির্বাচন কমিশন। এখন অপেক্ষা বাকি হলগুলোর গণনা শেষ হওয়ার পর চূড়ান্ত ফল প্রকাশের।

রাজবাড়ীতে ট্রাকের নিচে চাপা পড়ে যুবক নিহত , আহত ৭
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঘর-বাড়ি নেই, সাড়ে ৪ লাখ ঋণ থাকা শফিকুল ইসলাম মাসুদের মোট সম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাযায় জামায়াত আমিরের অংশগ্রহণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে ‘অপারেশন ডেভিল হান্ট’: ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিদ্রোহী প্রার্থী রুমিনা ফারহানা বললেন—‘এই আপসহীনতা নেত্রীর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫