রাবিতে দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হেল্থ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী ফ্রি হেল্থ ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত। গত ১০ ও ১১ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমি ভবনের দক্ষিণে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখার আলম মাসউদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক।
বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিতে শিক্ষার্থীরা দুই দিনে প্রায় ৪ হাজার ফ্রি পেপসোডেন্ট, প্রায় দেড় হাজার শিক্ষার্থী ডেন্টাল চেকাপ, প্রায় ৫০০ জন শিক্ষার্থী ব্লাড গ্লুকোজ টেস্ট, প্রায় এক হাজার শিক্ষার্থী ব্লাড প্রেসার ও দুই হাজারের অধিক শিক্ষার্থীর উচ্চতা ও ওজন মাপা হয়। এই হেল্থ ক্যাম্পেইনের ডেন্টাল সাপোর্ট দেয় পেপসোডেন্ট, যেখানে ছিল ৪ জন ডেন্টিস্ট ও ফ্রি পেপসোডেন্ট এবং কিট ও টেকনিশিয়ান সাপোর্ট দেয় ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী।
সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম বলেন, হেল্থ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করছে। ফ্রি হেলথ ক্যাম্পে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এই উদ্যোগ নিয়েছি এবং ধারাবাহিকভাবে তা চালিয়ে যেতে চাই। তিনি আরো বলেন, প্রশাসনের সহযোগিতা পেলে আরও বড় পরিসরে শিক্ষার্থীবান্ধব স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, সুষম মেধা বিকাশের জন্য সুস্বাস্থ্য থাকা অত্যন্ত জরুরি। আমাদের ক্যাম্পাসে মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীর সংখ্যাই বেশি। তাই বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়াটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে শিক্ষার্থীরা ব্লাড প্রেশার, ব্লাড গ্লুকোজ, দাঁতের চিকিৎসা, উচ্চতা ও ওজনসহ নানা স্বাস্থ্যসেবা পাচ্ছে। তিনি আরো বলেন,এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করতে বড় ভূমিকা রাখবে। আমি আশা করি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চলবে এবং শিক্ষার্থীরা এর সুফল ভোগ করবে।