এক রিফ্রেশে সাদিক, আরেক রিফ্রেশে আবিদ হচ্ছেন ডাকসুর ভিপি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। আনুষ্ঠানিক কোনো ফলাফল প্রকাশ না হলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ দলের প্রার্থীদের পক্ষে গুজব ছড়াতে শুরু করেছেন দলীয় সমর্থকরা। নেটিজেনরা বলছেন, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এক রিফ্রেশে ছাত্রশিবিরের সাদিক কায়েম, আরেক রিফ্রেশে ভিপি নির্বাচিত হচ্ছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে ‘ফলাফল’ নামে এসব ভুয়া তথ্য প্রকাশ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভুয়া খবরে বিভ্রান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা।
আবু সালেহ মূসা নামে এক ফেসবুক ব্যবহারকারী পোস্টে দাবি করেছেন, শামসুন্নাহার হলে ছাত্রদলের প্রার্থী আবিদ পেয়েছেন ৯৯৫ ভোট এবং ছাত্রশিবিরের প্রার্থী সাদিক পেয়েছেন ৮৯৯ ভোট। এছাড়া জগন্নাথ হলে আবিদ পেয়েছেন ৮২৯ ভোট ও সাদিক পেয়েছেন ৪০৯ ভোট। দুই কেন্দ্রের ফলাফলে ৫১৫ ভোটে এগিয়ে রয়েছেন আবিদ বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে ভিপি প্রার্থী আব্দুল ওয়াহেদ নিজেই এক পোস্টে দাবি করেছেন, শহীদুল্লাহ হলে ১২০০ এর বেশি ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে সাদিক কায়েম ৮০০+, এসএম ফরহাদ ৬৫০+ এবং মহিউদ্দিন ৮০০+ ভোট পেয়েছেন। এ ছাড়া ‘জিয়া সাইবার ফোর্স’ নামের একটি ফেসবুক পেজে বলা হয়েছে, জগন্নাথ হলে মোট ভোটার সংখ্যা ২২২৫ জন। সেখানে ভিপি পদে আবিদ পেয়েছেন ৮২৯ ভোট এবং সাদিক কায়েম পেয়েছেন ৪০৯ ভোট। শিক্ষার্থীদের অভিযোগ, এভাবে উদ্দেশ্যমূলকভাবে ভুয়া তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
এ বিষয়ে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দিন বলেন, ভোট গণনা চলমান আছে। এখন পর্যন্ত কোনো ফলাফল প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।