০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩২

শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রতিটি রুম পরিদর্শন করেছেন হাউজ টিউটররা

কবি জসীম উদদীন হলে হাউজ টিউটরদের পরিদর্শন ও ইনসেটে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে হলের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা ভেবে প্রতিটি রুম পরিদর্শন করেছেন কবি জসীম উদদীন হলের হাউজ টিউটররা। এর আগে হলের নিরাপত্তা নিশ্চিতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান।

রবিবার (৭ সেপ্টেম্বর) ও আজ সোমবার (৮  সেপ্টেম্বর) রাতে হলের প্রতিটি রুমে হাউজ টিউটররা পরিদর্শন করেছেন। হলে বহিরাগত অবস্থান ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

হলের প্রাধ্যক্ষ বলেন, ‘ডাকসু নির্বাচনকে ঘিরে হলে বহিরাগত অবস্থান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক ধরণের শঙ্কা ছিল। তাই রবিবার রাতে ও আজ রাতে হাইজ টিউটররা প্রতিটি রুমের  নিরাপত্তা নিশ্চিত করেছেন। এখন হলে কোনো বহিরাগত নেই। তাছাড়া গতকাল রাত থেকে‌ই আমার হল গেইটে নিরাপত্তা আরো জোরদার করেছি। কোনো বহিরাগত কেউ হলে অবস্থান করতে পারবে না। আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে, ডাকসু নির্বাচনকে সামনে রেখে যেকোনো সময় বহিরাগতরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই আগেই আমরা সতর্ক অবস্থান গ্রহণ করেছি। শিক্ষার্থীদের নিরাপত্তা‌ই নিশ্চিত‌ই আমাদের প্রধান ম্যান্ডেট।’

উল্লেখ্য, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।