০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৭

মেঘমল্লারের ডাকসুর লিফলেট: মাটিতে ফেললেই হবে চারা

মেঘমল্লার বসুর লিফলেট  © তানজিলা তাসনিমের ফেসবুক থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রচারণা শেষ হয়েছে আজ। প্রচারণার সময়ে প্রার্থীরা কাগজের লিফলেট ব্যবহার করেছেন ব্যাপক হারে। এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে দাঁড়ানো জিএস প্রার্থী মেঘমল্লার মসু। তিনি লিফলেটে প্রচারণায় ব্যবহার করেছেন পরিবেশবান্ধব বনকাগজ। যে কাগজ মাটিতে পড়লে জন্মাবে চারা।

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমকর্মী তানজিলা তাসনিম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে মেঘমল্লারকে হুইলচেয়ারে বসা দেখা গেছে, আর একজনের হাতে বনকাগজে তৈরি লিফলেট।

বনকাগজ মূলত হাতে তৈরি রিসাইকেল করা বিশেষ ধরনের একটি কাগজ, যার ভেতর থাকে গাছের বীজ। ছয় মাসের মধ্যে মাটিতে পুঁতে দিলে এই কাগজে চারা জন্মাবে।

বনকাগজ উৎপাদনে খরচ বেশি, কিন্তু মাস শেষে অপ্রয়োজনীয় হয়ে যাওয়া কাগজ থেকে গাছের চাড়ার জন্ম হতে পারে। এ ধারণা থেকে এখন অনেকেই বিভিন্ন প্রয়োজনে বনকাগজ ব্যবহার করছেন।