কোনো শিক্ষার্থীকে কল করে ভোট চেয়ে তাদের বিব্রত করবেন না প্লিজ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন, সারা বাংলাদেশের আপামর জনতা এবং বিএনপি নেতাকর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী যারা আমাকে কিংবা আমার প্যানেলকে সমর্থন করছেন- আপনাদের কাছে অনুরোধ কোনো শিক্ষার্থীকে কল করে আমাদের জন্য ভোট চেয়ে প্লিজ তাদেরকে বিব্রত করবেন না।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: ছাত্রদলকে ভোট দিতে ঢাবি ছাত্রীকে ফোন জেলা বিএনপি সভাপতির, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন
ফেসবুকে স্ট্যাটাসে শেখ তানভীর বারী হামিম বলেন, ‘আমি আপনাদের আবেগ-অনুভূতি-সমর্থনের প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখিয়ে আপনাদের অনুৎসাহিত করছি। আমি জানি, এ দেশের আপামর জনতার দুআ-সমর্থন ও ভালোবাসা আমাদের সাথে রয়েছে। এ সময়ে আপনাদের দুয়া’ই আমার ও আমাদের কাছে মুখ্য।
প্রিয় ঢাবি শিক্ষার্থীবৃন্দ-অনেকক্ষেত্রে বিরোধীরা নিজেরা কল করে আপনাকে বিব্রত করতে পারে তাই তদন্তপূর্বক প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এই আশা আপনাদের কাছ থেকে আপনাদের একজন প্রতিনিধি হিসেবে আমি করতে চাই।’
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ফোন করে আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদলকে ভোট দেওয়ার জন্য চাপ দেয়া হয়। এতে তার ব্যক্তিগত প্রাইভেসি ও নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরির কথা জানান ওই শিক্ষার্থী। তার অভিযোগ চাঁদপুর জেলা বিএনপির সভাপতির পক্ষ থেকে তাকে কল করা হয়েছিল।