০৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৪

শিক্ষার্থীদের ওপর হামলার লাইভ করায় চবি ছাত্রীকে ধর্ষণের হুমকি

চবি ক্যাম্পাস  © ফাইল ফটো

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় গ্রামবাসীর হামলার সময় একটি বাসার জানালা থেকে হামলার ভিডিও লাইভ করায় এক ছাত্রীকে অকথ্য ভাষায় গালাগাল করা হয় এবং ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত ঘটনাটি গত শনিবার (৩০ আগস্ট) গভীর রাতে ঘটলেও আজ বুধবার (৩ সেপ্টেম্বর) এটি সামনে আসে। 

ঘটনার পর ওই ছাত্রী নিরাপত্তাহীনতার কারণে বাসা ছেড়ে অন্যত্র সরে গেছেন। ভুক্তভোগী আইন বিভাগের এক ছাত্রী জানান, তারা দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন এবং শনিবার রাতে স্থানীয় লোকজন বাসার নিচে শিক্ষার্থীদের মারধর শুরু করেন। এ সময় ঘটনাটি ফেসবুকে লাইভ করা হচ্ছিল। এজন্য তারা আমাদের গালাগাল ও ধর্ষণের হুমকি দেয়।

ঘটনার পর সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর ওই ছাত্রী নিরাপদে সরে যান। আইন বিভাগের ওই ছাত্রী জানান, তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং স্থানীয় লোকজন ভবনের ছবি তুলেছেন। ঘটনাটি প্রক্টরিয়াল বডির সদস্য সাইদ বিন কামাল চৌধুরীকে জানানো হয়েছে।

এ বিষয়ে সহকারী প্রক্টর সাঈদ বিন কামাল বলেন, বিষয়টি আমাদের জানানো হয়েছে এবং আমরা কাজ করছি। সংঘর্ষের পর অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা গুরুত্বের সঙ্গে দেখছি। 

উল্লেখ্য, গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে দেরিতে বাসায় প্রবেশ করায় দারোয়ান চড় মারে। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। শনিবার এবং পরদিন রবিবার (৩১ আগস্ট) প্রায় ৯ ঘণ্টা সংঘর্ষ চলে। এতে ৪২১ জন শিক্ষার্থী আহত হয়, যাদের মধ্যে ৪ জন গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি ছিল। পরবর্তীতে তাদের অবস্থার উন্নতি হলে ২ জনকে বেডে স্থানান্তর করা হয়।