০৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৩

জাবিতে ‘এনশিওরিং এথিক্যাল প্র্যাকটিস ইন টিচিং অ্যান্ড রিসার্চ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়  © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘এনশিওরিং এথিক্যাল প্র্যাকটিস ইন টিচিং অ্যান্ড রিসার্চ: এন ওভারভিউ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জীববিজ্ঞান অনুষদের আয়োজনে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‌‘পাঠ্যবই ও কাগজে নৈতিকতা সম্পর্কে যা লেখা থাকে, তা আমরা কখনোই বাস্তব জীবনে চর্চা করি না। গষেণার ক্ষেত্রে অংশগ্রহণকারীদের সুরক্ষা দেওয়া, গবেষণার জন্য অংশগ্রণকারীদের সম্মতি নেওয়া এবং প্রয়োজনে পরিচয় গোপন রাখার মতো নৈতিকতার গুরুত্বপূর্ণ বিষয়সমূহ চর্চা করতে হবে। এ ছাড়া পেশাদারিত্ব, সততা এবং সম্মানের সঙ্গে শিক্ষকতা ও গবেষণায় নৈতিকতার চর্চা করার আহ্বান জানান উপাচার্য কামরুল আহসান।’

জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর বাংলাদেশের প্রধান ও প্রতিনিধি ড. সুসান ভাইজ। সেমিনারের তত্ত্বাবধান করেন ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. সাকিবা ইয়ানমিন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।