বিশ্ববিদ্যালয়গুলো এখন রাজনৈতিক খেলার মাঠে পরিণত হয়েছে, আক্ষেপ ঢাবি অধ্যাপকের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. কামরুল হাসান মামুন তার ফেসবুক স্ট্যাটাসে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রবিবার (৩১ আগস্ট) তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, “আর কি কি প্রমাণ পেলে নিশ্চিত হবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সত্যিকারের বিশ্ববিদ্যালয় হয়ে উঠেনি? ৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী চারটির মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ের অবস্থা দেখুন।”
ড. মামুনের মতে, বিশ্ববিদ্যালয়গুলোতে মূল সমস্যার মূল কারণ হল যোগ্য শিক্ষকের ও প্রশাসকের অভাব। তিনি বলেন, “অনেক বছর ধরে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কখনোই যোগ্য শিক্ষক যথাযথভাবে নিয়োগ দেওয়া হয়নি, প্রশাসনে যোগ্য প্রশাসকও নিয়োগ হয়নি। অযোগ্যদের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে যে এখন এটি প্রায় এপিডেমিক আকার ধারণ করেছে। এর ফলশ্রুতিতে আমরা যোগ্য ছাত্রছাত্রীও তৈরি করতে পারিনি।”
তিনি আক্ষেপ করে বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়গুলো এখন রাজনৈতিক খেলার মাঠে পরিণত হয়েছে। সকলেই সারাক্ষণ কেবল রাজনৈতিক ফায়দা লুটতে ব্যস্ত। অথচ বিশ্ববিদ্যালয় হওয়া উচিত শিক্ষার ও গবেষণার তীর্থস্থান। শিক্ষার্থীরা লেখাপড়া ও গবেষণায় ব্যস্ত থাকবে, অবসরে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকবে, কিন্তু লেজুড়বৃত্তিক রাজনীতিতে জড়াবে না।”
ড. মামুনের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচন এখন পুরো দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি মন্তব্য করেন, “এই নির্বাচনে কেবল একটি বা দুটি প্যানেল সম্ভবত লেজুড়বৃত্তিক রাজনীতির বাইরে। বাকিরা সবাই জাতীয় নির্বাচনের প্রিটেস্ট খেলছে। চিটাগং বিশ্ববিদ্যালয়ে রক্তারক্তির ঘটনা সবাই জানে। রাজশাহীর রাকসুও উত্তেজনায় রয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও অনুরূপ পরিস্থিতি হবে।”
তিনি আরও যোগ করেন, “এই প্রতিষ্ঠানগুলোর নাম বিশ্ববিদ্যালয় হলেও, জন্মের পর কয়েক বছরই অনেকগুলোতে বিশ্ববিদ্যালয়ের ফ্লেভার ছিল। দিন যত গড়িয়েছে, ময়লা জমে জমে ভাগাড়ে পরিণত হচ্ছে।”
ড. মামুনের এই মন্তব্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান, প্রশাসনিক দুর্বলতা এবং রাজনৈতিক প্রভাবের বিষয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বহন করছে।