রাকসু নির্বাচনে ২৮ পদে মনোনয়নপত্র নিল ছাত্রদল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ৩টার দিকে ২৩টি পদ ও সিনেটের ৫টি পদে—মোট ২৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে রাবি শাখা ছাত্রদল। এদিন রাকসু কার্যালয় থেকে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল বলেন, ‘রাকসু ছাত্রদলের প্রাণের দাবি। আমরা রাকসু ও হল সংসদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি আজ এবং রবিবার তারা যেন মনোনয়নপত্র সংগ্রহ করে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা চালিয়ে নিজেদের উপস্থাপন করে। আলাপ-আলোচনার মাধ্যমে খুব শিগগিরই ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হবে।’
মনোনয়নপত্র উত্তোলনের বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘রাকসু নির্বাচনকে সামনে রেখে আমরা ইতোমধ্যেই নেতাকর্মীদের মনোনয়নপত্র উত্তোলনের নির্দেশ দিয়েছি। আমাদের নেতা-কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেবে। পরবর্তী সময়ে কেন্দ্রীয় ছাত্রদল যথাসময়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে।’