২৭ আগস্ট ২০২৫, ১৮:৪৯

জাকসু নির্বাচনে থাকছে ছবিযুক্ত ভোটার তালিকা

জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম  © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে সবার পরিচিতি নিশ্চিত করার জন্য ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত বাতিল হওয়া মনোনয়নপত্রের আপিল শুনানিতে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে ছবিযুক্ত ভোটার তালিকা করার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট তথ্য প্রদান করা হয়েছে। আমরা আশা করছি নির্বাচনের আগেই ছবিযুক্ত ভোটা তারিকা প্রকাশ করতে পারব ফলে সবার পরিচিতি নিশ্চিত করা যাবে।’

দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দশমতম জাকসু নির্বাচন। সম্ভাব্য ৬ টি প্যানেলে এবারের জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৯২৯ জন এর মধ্যে ৬ হাজার ১০২ জন পুরুষ ভোটার ও ৫ হাজার ৮১৭ জন নারী।