২৪ আগস্ট ২০২৫, ১৮:৩৮

ডাকসু নির্বাচন ও পরীক্ষা—কোনোটিই যেন একে অপরের সাংঘর্ষিক না হয়

মো. আবু সাদিক কায়েম  © টিডিসি সম্পাদিত

নির্বাচন ও পরীক্ষা—কোনোটিই যাতে একে অপরের সাথে সাংঘর্ষিক না হয়, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সহ–সভাপতি (ভিপি) প্রার্থী মো. আবু সাদিক কায়েম। আজ রবিবার (২৪ আগস্ট) বিকেলে ফেসবুকের এক পোস্টে এ দাবি জানান তিনি।

পোস্টে সাদিক কায়েম লিখেন, শিক্ষার পরিবেশ সমুন্নত রাখা এবং শিক্ষার্থীদের সার্বিক স্বার্থ রক্ষা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। একই সময়ে ডাকসু নির্বাচন ও পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ও মনোযোগে যেন কোনো ব্যাঘাত না ঘটে—এ বিষয়ে আমাদের দৃষ্টি দেওয়া জরুরি।

‘‘নির্বাচনের কারণে কিছু বিভাগের শিক্ষার্থী পরীক্ষা স্থগিতের দাবি জানাচ্ছে, আবার অনেকে পরীক্ষা যথাসময়ে আয়োজনের পক্ষে। আমরা চাই, ডাকসু নির্বাচনের কার্যক্রম কোনোভাবেই পরীক্ষার উপর প্রভাব না ফেলুক।’’

তিনি আরও লেখেন, শিক্ষার্থীদের পড়াশোনার অনুকূল পরিবেশ বজায় রেখে ডাকসু নির্বাচন আয়োজন এবং পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণের জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে নির্বাচন ও পরীক্ষা—কোনোটিই একে অপরের সাথে সাংঘর্ষিক না হয়।