বঙ্গমাতা হল সংসদের ভিপি পদে লড়বেন দিলরুবা আক্তার পলি
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫ এ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন যোগাযোগ বৈকল্য বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী দিলরুবা আক্তার পলি। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা।
পলি বলেন, ক্যাম্পাসের বাইরে অবস্থিত এই হলে প্রশাসনের অবহেলার কারণে ছাত্রীরা নানা সমস্যার শিকার। স্বাস্থ্যকর খাবারের সংকট, যাতায়াত ব্যবস্থায় যথাযথ দৃষ্টি না দেওয়া এবং সিট জটিলতার কারণে মেয়েরা ভোগান্তিতে পড়ছে। অনেকেই এমনটাও মনে করে—‘কোনো পাপের ফলেই বুঝি এই হলে সিট পড়েছে’। আমি নির্বাচিত হলে এসব সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান করব।
তিনি আরও জানান, আমি নেতা হতে চাই না, আমি আপনাদের প্রতিনিধি হতে চাই। আমি আপনাদেরই মানুষ। খুব শিগগিরই আমি আমার নির্বাচনি ইশতেহার প্রকাশ করব। আপনাদের প্রতিটি মূল্যবান মন্তব্যই হবে আমার চলার পথের দিকনির্দেশনা।