২২ আগস্ট ২০২৫, ০১:১৪

ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস পদে লড়ছেন যারা

ঢাকা বিশ্ববিদ্যালয়  © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লড়তে যাওয়া প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন । প্রাথমিক তালিকা অনুযায়ী, এবার ডাকসুতে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৮ জন প্রার্থী প্রাথমিকভাবে বৈধ হিসেবে রয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন। সিনেট ভবনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন আরও জানান, ৪৬২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে বৈধ হিসেবে রাখা হয়েছে। এর মধ্যে মোট ছাত্র প্রার্থী ৪০২ জন ও ছাত্রী ৬০ জন। আর ৪৭ জন রয়েছে ত্রুটিপূর্ণ প্রার্থীর তালিকায়। তাদের প্রার্থীতা স্থগিত হয়েছে।

তিনি বলেন, ভোটার নাম্বার, নাম পরিচয় ত্রুটিপূর্ণ, রেজিস্ট্রেশন নাম্বারে ভুল, বাবা মায়ের নামে ভুল, স্বাক্ষর ভুল ইত্যাদি কারণে ৪৭ জনের প্রার্থীতা স্থগিত হয়েছে। তারা আপিল করলে যাছাই-বাছাই করে দেখা হবে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত তাদের আপিলের সুযোগ আছে।

নির্বাচনের তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ আগস্ট দুপুর একটা পর্যন্ত। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকাল ৪টায়।

ডাকসুতে সহ সভাপতি (ভিপি) প্রার্থী যারা

প্রাথমিক তালিকা অনুযায়ী বৈধ ভিপি প্রার্থী ৪৮ জন যাদের মধ্যে ছাত্র ৪৩ জন, ছাত্রী ৫ জন।

ছাত্র প্রার্থীরা হলেন- আবদুল ওয়াহেদ, আব্দুল কাদের, আরিফুল ইসলাম, আল আমিন ইসলাম, ছাদেক হোসেন, জালাল আহমদ, জাহিদ হাসান, দ্বীন মোহাম্মাদ সোহাগ, মমিনুল ইসলাম, মাহদী হাসান, মুহাম্মাদ আবু তৈয়ব, মোঃ দেলোয়ার হোসেন, মো: আজগর ব্যাপারী, মো: জামাল উদ্দীন, মো: ফাহিম ইসলাম, মো: শাফি রহমান, মো: বিন ইয়ামীন মোল্লা, মোঃ শিপন বিশ্বাস, মোঃ আতাউর রহমান শিপন, মোঃ আবিদুল ইসলাম খান, মোঃ আবু সাদিক, মোঃ আবুল হোসাইন, মোঃ আশরাফুল ইসলাম রাকিব, মোঃ ইয়াছিন আরাফাত, মোঃ উজ্জ্বল হোসেন, মোঃ জুলিয়াস সিজার তালুকদার, মোঃ নাইম হাসান, মোঃ ফয়সাল আহমেদ, মোঃ মুদাব্বীর রহমান, মোঃ রাসেল মাহমুদ, মোঃ সুজন হোসেন, মোঃ সোহানুর রহমান, মোঃ হাবিবুল্লাহ, মোঃ হেলালুর রহমান, মোজাম্মেল হক, যায়েদ বিন ইকবাল, রাকিবুল হাসান, রাসেল হক, রাহুল দেব রায়, রিয়াজ উদ্দিন আহমেদ, শামীম হোসেন, শাহ্ জামাল সায়েম, সুমিত সেন।

ছাত্রী প্রার্থীরা হলেন- উমামা ফাতেমা, তাহমিনা আক্তার, মারজিয়া হোসেন জামিলা, মোসাঃ জান্নাতী বুলবুল, শেখ তাসনিম আফরোজ।

ডাকসুতে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী যারা

প্রাথমিক তালিকা অনুযায়ী বৈধ সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন ,যাদের মধ্যে ছাত্র ১৮ জন, ছাত্রী ১ জন।

জিএস প্রার্থী আরাফাত চৌধুরী, আল সাদি ভুইয়া, এনামুল হাসান অনয়, এস.এম.ফরহাদ, মাহমুদুর রহমান খান, মাহমুদুল হাসান, মেঘমল্লার বসু, মো নাইম ইসলাম, মো: আশিকুর রহমান, মো: মোস্তাকিম বিল্লাহ মাসুম, মোঃ আবু বাখের মজুমদার, মোঃ আবু সায়াদ বিন মাহিন সরকার, মোঃ মাহদী হাসান শহীদ, মোঃ রকিবুল হাসান মুন্না, মোঃ শরিফুল ইসলাম ভুইয়া, মোঃ সম্রাট ইসলাম, শেখ তানভীর বারী হামিম, সাইয়াদুল বাশার। অন্যদিকে, ছাত্রী জিএস প্রার্থী একজন হলেন সাবিনা ইয়াসমিন।

ডাকসুতে সহ সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী যারা

প্রাথমিক তালিকা অনুযায়ী বৈধ এজিএস প্রার্থী হলেন ২৮ জন যাদের মধ্যে ছাত্র ২৪ জন, ছাত্রী ৪ জন ।

ছাত্র এজিএস প্রার্থী

ফাহাদ আব্দুল্লাহ, আকাশ বিশ্বাস ইমু,আরমানুল হক , আলা উদ্দিন, আহনাফ হোসেন চৌধুরী আদিল, জালাল উদ্দীন, জাহেদ আহমদ, তানভীর আল হাদি মায়েদ, তাহমীদ আল মুদ্দাসদীর চৌধুরী‌, ফরহাদ হোসেন, মাহিউদ্দীন আবিদ মুহাঃ মাহউদ্দীন খান, মো: আশিকুর রহমান জীম, মো: শাহরিয়ার নাফিস, মো. আহমেম্মদ হাশেমী দেশ, মো. জাবির আহমেদ জুবেল, মো. হাসিবুল ইসলাম, মোঃ আবু ছায়েদ নোমান, মোঃ জুবাইরুল হাসান মোঃ মহিউদ্দিন হাওলাদার ,মোঃ মুক্তাকিম বিল্লাহ রাকিব ,রাকিবুল ইসলাম , সৈয়দ মোঃ সামীর ফাইয়াজ‌, সৌযাস বিশ্বাস।

ছাত্রী এজিএস প্রার্থী

অদিতি ইসলাম, আশরেফা খাতুন, ফাতেহা শারমিন, সানজানা আফিফা।

সম্পাদক ও সদস্য পদভিত্তিক ডাকসুর প্রার্থীর সংখ্যা

মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক পদে ১৫ জন; এর মধ্যে ছাত্র ১৪, ছাত্রী ১ জন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১১ জন; এরমধ্যে ছাত্র ১০ জন, ছাত্রী ১ জন। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ৯ জন; এর মধ্যে ছাত্র ৭ জন, ছাত্রী ২ জন। সমাজসেবা সম্পাদক পদে ১৩ জন; এদের সবাই ছাত্র। মানবাধিকার ও আইন সম্পাদক পদে মোট ১১ জন; এরমধ্যে ছাত্র ৮, ছাত্রী ৩ জন। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন; এরমধ্যে ছাত্র ১২ জন, ছাত্রী ৩ জন। ছাত্র পরিবহন সম্পাদক পদে মোট ৯ জন; এরমধ্যে সবাই ছাত্র, ছাত্রী নেই। ক্রীড়া সম্পাদক ছাত্র পদে ১৩ জন; এরমধ্যে ১২ জন ছাত্র, ছাত্রী ১ জন। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ১১ জন; এরমধ্যে ছাত্র ৭ জন, ছাত্রী ৪ জন। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন; এরমধ্যে ছাত্র ২ জন, ছাত্রী ৯ জন। আন্তর্জাতিক সম্পাদক পদে ১৫ জন; এরমধ্যে সবাই ছাত্র, ছাত্রী নেই। সাহিত্য সম্পাদক পদে ১৯ জন; এরমধ্যে ছাত্র ১৭ জন, ছাত্রী ২ জন।

হল সংসদ নির্বাচন

হল সংসদে ১ হাজার ১০৯ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ১০৮ জনের মনোনয়ন বৈধ হয়েছে। মাত্র একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ২৩ আগস্টের মধ্যে আপিল করতে পারবেন।

প্রাথমিক তালিকা অনুযায়ী, এবার ডাকসুতে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ  সম্পাদক (জিএস) ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৮ জন প্রার্থী বৈধ হিসেবে গণ্য হয়েছেন। এছাড়া মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক পদে ১৫ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ৯ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৩ জন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ১১ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, ছাত্র পরিবহণ সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক  পদে ১৩ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ১১ জন, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৫ জন, সাহিত্য সম্পাদক পদে ১৯ জন এবং সদস্য পদে ২১৫ জন প্রার্থী বৈধ হিসেবে গণ্য হয়েছেন।

কোন হলে কতজন প্রার্থী

হল সংসদে মোট পদসংখ্যা ১৩টি। সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ছাড়াও সম্পাদক পদ ৬টি ও সদস্য পদ ৪টি।

প্রাথমিক তালিকা অনুযায়ী বিভিন্ন হলে বৈধ প্রার্থীর সংখ্যা হলো- ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ৭০, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ৩১, সলিমুল্লাহ মুসলিম হল ৬২, জগন্নাথ হল ৫৯, ফজলুল হক মুসলিম হল ৬৪, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ৮১, রোকেয়া হল ৪৫, সূর্যসেন হল ৭৯, হাজী মুহম্মদ মুহসীন হল ৬৫, শামসুন নাহার হল ৩৬, কবি জসীম উদ্দীন হল ৬৯, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ৭৮, শেখ মুজিবুর রহমান হল ৬৮, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ৩৬, অমর একুশে হল ৮১, কবি সুফিয়া কামাল হল ৪০, বিজয় একাত্তর হল ৭৭ এবং স্যার এ এফ রহমান হলে ৬৭ জন।