২১ আগস্ট ২০২৫, ১৩:৪৯

ডাকসুতে প্রার্থীর হালনাগাদকৃত ছবি যুক্তের দাবি বিন ইয়ামিন মোল্লার

সংবাদ সম্মেলনে 'ডাকসু ফর চেঞ্জ' প্যানেলের ভিসি প্রার্থী বিনা ইয়ামিন মোল্লা  © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) প্রার্থীর নাম, ব্যালট নম্বরের পাশাপাশি হালনাগাদ ছবি যুক্ত করার দাবি জানান 'ডাকসু ফর চেঞ্জ' প্যানেলের ভিসি প্রার্থী বিনা ইয়ামিন মোল্লা। বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলন এ দাবি তুলে ধরেন তিনি। 

তিনি বলেন, আমরা দেখছি ডাকসুতে ভোটার সংখ্যা প্রায় চল্লিশ হাজার এবং প্রতি উনিশ জনে একজন করে প্রার্থী।  কেন্দ্রে ২৮ টি পদের বিপরীতে একাধিক প্রার্থীও রয়েছে। তাই ভোটারদের পক্ষে সবার নাম মনে রাখা সম্ভব নয়। তাই প্রার্থীর নাম ও ব্যালট নম্বরের পাশাপাশি হালনাগাদকৃত ছবি প্রকাশ করতে হবে।যদি কোন নারী প্রার্থী ছবি প্রকাশ করতে না চান তাহলে তারা যেভাবে চান সেভাবেই প্রকাশ করতে হবে। গতকাল আমরা চিফ রিটার্নিং কর্মকর্তার সাথে এই ব্যাপারে কথা বলেছি। আজকে আমরা লিখিতভাবে দাবি জানাবো।

তিনি আরো বলেন, আমরা দেখেছি ছাত্রলীগের সাবেক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছে। যদি কেউ  কোন ফৌজদারি অপরাধ করে তাহলে কী সেটা মাফ হয় যায় ? সে নারী শিক্ষার্থীকে লাথি দিয়ে আহত করা হয়। কিন্তু নির্বাচন কমিশন বলে তার বিরুদ্ধে কোন প্রমাণ পাওয়া যায় নি। 

আমার আরো দেখেছি, একটি দলের প্রভাবের কারণে ডাকসু মনোনয়নপত্র জমা দানের সময় পেছানো হয় অথচ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির কথা আমরা বলেছি সেগুলো তারা ঝুলিয়ে রেখেছে।মূলত তারা সমস্যা গুলো ইচ্ছে করে সমাধান করতে চাচ্ছে না।  যদি নির্বাচন কমিশন ছবি যুক্ত না করে এবং ছাত্রলীগের নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর আন্দোলন করবো।