ডাকসুর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের সময় পেছাল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের সময় পেছানো হয়েছে। মনোনয়ন পত্র জমাদানকারীর সংখ্যা বেশি হওয়ায় তালিকা প্রকাশে কিছুটা বিলম্ব হবে বলে জানিয়েছেন চীফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসিমউদ্দিন।
তিনি বলেন, কমিশনের পূর্ব ঘোষিত সাতটি বিষয় নিশ্চিত করেই মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। তবে মনোনয়ন পত্র জমাদানকারীর সংখ্যা বেশি হওয়ায় বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১টার পরিবর্তে বিকেল ৫টার মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।
এর আগে, বুধবার (২০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে চীফ রিটার্নিং কর্মকর্তা বলেন, ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৬৫৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন শিক্ষার্থীরা। এর মধ্যে ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। ১৪৯টি মনোনয়নপত্র জমা পড়েনি।
অন্যদিকে, হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিক্রি হয়েছিলো ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র। জমা হয়নি ৩১৮টি মনোনয়নপত্র।