ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের পর বাগছাস নেতার মিষ্টি বিতরণ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম লিমন পদত্যাগ করে অনুসারীদের মাঝে মিষ্টি বিতরণ করেছেন।
বুধবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। এরপর শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আমি মো. নাজমুল ইসলাম। যুগ্ম আহবায়ক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে পদত্যাগ করছি। আগামীকাল পদত্যাগের কারণ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি। সংবাদ সম্মেলনে কথা বলবেন বলে জানান তিনি।
একাধিক সূত্রে জানা গেছে, আগামীকাল জাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও জমাদানের শেষ দিন৷ নির্বাচনকে ঘিরে বাগছাসের প্যানেল থেকে সহ-সম্পাদক (এজিএস) পদ নিয়ে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন তিনি৷ এই পদে তিনিসহ জিয়াউদ্দিন আয়ান, কাউসার আলম আরমান ও আহসান লাবিব মনোনয়ন প্রত্যাশী৷ কিন্ত আজ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার সভায় জিয়া উদ্দিন আয়ানকে এজিএস হিসেবে মনোনীত করায় তিনি পদত্যাগ করেছেন বলে সূত্র জানায়।