১৮ আগস্ট ২০২৫, ২১:২৩

ডাকসু নির্বাচনে লড়বেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ

আবদুল ওয়াহেদের মনোনয়ন ফরম সংগ্রহ  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ। সোমবার (১৮ আগস্ট) তিনি চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আবদুল ওয়াহেদ বলেন, ‘বিপ্লবী ছাত্র পরিষদ একটি মুসলিম জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে। মুসলিম জাতীয়তাবাদের নেতারাই এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তাই মুসলিম জাতীয়তাবাদকে পুনরায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই আমরা ডাকসুকে ক্যাম্পেইনের মঞ্চ হিসেবে নিচ্ছি। আমি চাই এই আদর্শকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে।’

তিনি আরও জানান, তার নির্বাচনী ইশতেহারে দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। সেগুলো হল- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার ও শিক্ষার্থীদের জীবনমানের উন্নয়ন। 

আবদুল ওয়াহেদ আরও বলেন, ‘আমি নির্বাচিত হলে ডাকসুতে দলীয় লেজুড়বৃত্তিক শিক্ষক রাজনীতি, যেমন নীল দল-সাদা দলসহ সব ধরনের বিভাজন বন্ধের উদ্যোগ নেওয়া হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ভোট এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’

এদিকে, বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মুহিব মুশফিক খানও কেন্দ্রীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।