১৮ আগস্ট ২০২৫, ১৩:১৬

ডাকসুর মনোনয়ন ফরম তুলতে সিনেটে শিবিরের প্যানেল

মনোনয়ন ফরম তুলতে সিনেট ভবনে ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থীরা   © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ (১৮ আগস্ট)। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থীরা মনোনয়ন ফরম তুলতে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গিয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ও ঢাবি সভাপতি এস এম ফরহাদসহ তাদের প্যানেলের অন্যান্য নেতৃবৃন্দ সমর্থক-শোভাকাঙ্ক্ষীদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে যান।

এসময় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাহ, ঢাবি শিবিরের সাধারন সম্পাদক মহিউদ্দিন খান, শিবির নেতা রায়হান উদ্দিন, আব্দুল্লাহ আল মিনহাজ, আসিফ আব্দুল্লাহ, ইকবাল হায়দার, আরমান হোসেন, খান জসীম, সাজ্জাদ হোসাইন খাঁনসহ অনেককে দেখা যায়। এছাড়া, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার নেত্রীদেরকেও শিবিরের সাথে দেখা গেছে।  

জানা গেছে, আজ (১৮ আগস্ট) ডাকসু নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করবে ইসলামী ছাত্রশিবির। তবে এ বারের ডাকসু প্যানেলে দলীয় কর্মী ছাড়াও তিন ক্যাটাগরির প্রার্থী রাখার চিন্তা শিবিরের। তার মধ্যে নারী, হিন্দু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখার চিন্তা রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সংগঠনটি ভিপি পদে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, জিএস পদে ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ এবং এজিএস পদে ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খানকে নিয়ে প্যানেল ঘোষণা করতে পারে।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ শুরু হয় ১২ আগস্ট। গতকাল (রবিবার) পর্যন্ত ছয় দিনে ডাকসুতে মোট মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১২৫ প্রার্থী।