১৫ আগস্ট ২০২৫, ১৫:৫২

আরজেপির উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে টেক অলিম্পিয়া অনুষ্ঠিত

আরজেপি টেক অলিম্পিয়া ২০২৫  © টিডিসি ছবি

রাজশাহীর অগ্রণী স্কুলে অনুষ্ঠিত হয়েছে আরজেপি টেক অলিম্পিয়া ২০২৫ এর বাছাই প্রতিযোগিতা। রাজশাহী বিভাগের ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী প্লাটফর্ম রাজশাহী জুনিয়র প্রোগ্রামার্স (আরজেপি)’র উদ্যোগে এবং IEEE APS RUSBC এর সহযোগিতায় আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে ছিলেন অগ্রণী স্কুলের আইসিটি লেকচারার মো. আব্দুল হাকিম, লেকচারার মো: বেলাল হোসেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের লেকচারার আব্দুল্লাহ তামিম, আরজেপি’র প্রেসিডেন্ট তারেক আবরার এবং অফিস সম্পাদক ইসফার হোসেন। আব্দুল হাকিম বলেন, প্রযুক্তিভিত্তিক এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান সমৃদ্ধের পাশাপাশি চাকরির বাজারেও অনেকখানি এগিয়ে রাখবে। আরজেপি সভাপতি তারেক আবরার বলেন, প্রযুক্তি অলিম্পিয়াডের মধ্য দিয়ে শিক্ষার্থীরা গতানুগতিক ধারার বাইরে মস্তিষ্কনির্ভর চিন্তা-চেতনায় অভ্যস্ত হবে এবং দেশের প্রযুক্তিখাতে অবদান রাখবে।

আজ শুক্রবার অনুষ্ঠিত এই বাছাইপর্বে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে দুইশত শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে এবং তাদের নিয়ে আগামী ২৮ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার মূল পর্ব। এতে টেকনিক্যাল পার্টনার হিসেবে আছে আইটিব্রিজ একাডেমি। ইভেন্ট পার্টনার হিসেবে আছে রাজশাহী জেলা প্রশাসন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ, অরবিটাল, টেক্সল্যাব এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে কিশোর বিজ্ঞান পত্রিকা ব্যাপন।