এফ রহমান হলে সব সংগঠনের নাম যুক্ত করে ফের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন
চব্বিশের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলে শিক্ষার্থীদের দাবির মুখে সব ধরনের ছাত্ররাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়। সেটিতে ছাত্রলীগ, ছাত্রদল, ইসলামি ছাত্রশিবির ও ছাত্র ইউনিয়নের নাম উল্লেখ ছিল। ছাত্রদলের হল কমিটি ঘোষণার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার মাঝেই উল্লিখিত এই সংগঠনগুলোর পাশাপাশি আরও সংগঠনের নাম যুক্ত করেছে হল প্রশাসন।
শুক্রবার (৭ আগস্ট) স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপণ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিস্তারিত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সাধারণ শিক্ষার্থীদের সাথে হল প্রশাসনের জরুরি সভায় হলে সকল প্রকার ছাত্ররাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়। উক্ত প্রজ্ঞাপন এখনো বহাল আছে। উক্ত প্রজ্ঞাপনে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামি ছাত্র শিবির, ছাত্র ইউনিয়নের নাম উল্লেখ ছিল। অত্র প্রজ্ঞাপনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদসহ অন্যান্য সকল বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক ছাত্র সংগঠনের নাম যুক্ত করা হলো।
এতে আরও বলা হয়, জুলাই-আগস্ট ২০২৪ তারিখে বর্বরোচিত হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অত্র হলের ছাত্রদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। হলে প্রকাশ্যে ও গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। হলের আভ্যন্তরীণ বিষয়ে বহিরাগতদের অযাচিত হস্তক্ষেপ সম্পূর্ণ নিষিদ্ধ। হলের যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড হল প্রশাসন পরিচালনা করবে। তবে কেউ হলে কিছু দিতে চাইলে তা হল প্রশাসনের কাছে অর্পণ করতে হবে এবং হল প্রশাসন নিজ উদ্যোগে হলের নামে তা স্থাপন করবে।
সবশেষে বিজ্ঞপ্তিতে বলা হয়, হলে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে দলীয় ব্যানারে যেসব সরঞ্জাম প্রদান করা হয়েছে সেসব থেকে দলীয় নাম অপসারণ করতে হবে। বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের কমিটিভুক্তরা পদত্যাগ ও মুচলেকা প্রদান সাপেক্ষে হলে অবস্থান করতে পারবে। অন্যথায় তাদের হল থেকে বহিষ্কার করা হবে।