০৯ আগস্ট ২০২৫, ০০:৫৬

জাবি ছাত্রদলের বর্ধিত ও হল কমিটি ঘোষনা বঞ্চিতদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জাবি ছাত্রদলের একাংশের বিক্ষোভ মিছিল  © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের হল কমিটি থেকে বিতর্কিতদের অপসারণ করে ২৪ ঘণ্টার মধ্যে ত্যাগীদের মূল্যায়নের দাবি জানিয়েছেন শাখা ছাত্রদলের একাংশ। শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শাখা ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী। মিছিলটি ছেলেদের হলগুলো প্রদক্ষিণ করে পূর্বের স্থানে ফিরে এসে শেষ হয়। 

মিছিলে নেতাকর্মীরা 'বাবর-অনীকের কমিটি মানি না, মানবো না', 'মাই ম্যান কমিটি, মানি না মানবো না', 'সুপার ফাইবের কমিটি মানি না, মানবো না', 'কারো পকেট কমিটি মানি না, মানবো না', 'তাগিদের মূল্যায়ন, করতে হবে করতে হবে' ইত্যাদি স্লোগান দেন।

এ সময় নেতাকর্মীরা জানান, তাদের সাথে বর্তমান আহ্বায়ক কমিটি প্রথম থেকেই অবিচার করে আসছে। প্রথম থেকে তারা ত্যাগীদের মূল্যায়নের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে। আজ হল কমিটিতে নতুন এবং বিতর্কিতদের অবস্থান হলেও আমাদের প্রথম থেকেই মুলা ঝুলিয়ে রাখা হয়েছে। তারা প্রথম থেকে বলেছিল ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ সেশনের নেতাকর্মীদের হল কমিটিতে রাখা হবে না কিন্তু তারা তাদের স্বার্থ অনুযায়ী নিজেদের লোক হল কমিটিতে রেখেছে। মাই নাম রাখার জন্য তারা এই মিথ্যা এবং দ্বিচারিতা করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের দাবি আদায় না হলে আমরা কঠোর কর্মসূচিতে যাব। 

কর্মসূচি শেষে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান দেখে জুনিয়র নেতাকর্মীরা ধাওয়া দেন এবং পরবর্তীতে তিনি দ্রুত স্থান পরিত্যাগ করেন। এর আগে, গতকাল শুক্রবার বিকালে ছাত্রদলের কেন্দ্রীয় বিজ্ঞপ্তির মাধ্যমে জাবি ছাত্রদলের বর্তমান আহ্বায়ক কমিটিকে বর্ধিত করে ৩৭০ সদস্য বিশিষ্ট একটি বর্ধিত কমিটি ঘোষণা করা হয়। এছাড়া জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত ৮৮ সদস্য বিশিষ্ট ১৭ টি হল ও একটি অনুষদের কমিটি ঘোষণা করেন।