রাবির প্রথম বর্ষের ভর্তির সময়সীমা আরেক দফা বাড়ল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট চয়েস, ভর্তির সময়সীমা আরেক দফা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৩ আগস্ট দুপুর ২টা পর্যন্ত এ সময়সীমা রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।
তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। সে অনুযায়ী, আগামী ১৩ আগস্ট দুপুর ২টা পর্যন্ত ভর্তি হওয়া যাবে। এ সময়ে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করতে হবে। তবে পূর্বঘোষিত সময় অনুযায়ী, ১৭ আগস্টে ক্লাস শুরু হবে।
এর আগে ৭ জুলাই পর্যন্ত সময়সীমা রাখা হয়েছিল।