০৫ আগস্ট ২০২৫, ১৯:৫৫

টিএসসির ভেতরে শিবির, বাইরে বাম— উত্তেজনা চলছে (ভিডিও)

টিএসসিতে শিবির ও বাম সংগঠনের অবস্থানে উত্তেজনা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রশিবিরের প্রদর্শনীতে জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি সাটানো ঘিরে উত্তেজনা চলছেই। বাম ছাত্রসংগঠনগুলোর আপত্তির মুখে ইতোমধ্যেই ছবিগুলো সরিয়ে দিয়েছে প্রশাসন। যদিও টিএসসির ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্রশিবির নেতাকর্মীরা। অন্যদিকে বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন বাম ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের একাংশ ছেলেমেয়েরা বিভিন্ন অভিযোগে এনেছে। আমরা শিবিরের ছেলেদের ডেকে সেগুলো সরিয়ে ফেলেছি। তারা আমাদের সহযোগিতা করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই।