০২ আগস্ট ২০২৫, ১৭:১৫

জাবিতে নির্মাণশ্রমিকের মৃত্যুতে উপাচার্যের শোক, তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন লাইব্রেরি ভবনের ছাদ থেকে পড়ে মো. আরিফুল ইসলাম (৪০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যুতে শোক প্রকাশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ ছাড়া মৃত্যুর কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটিও গঠন করেছে প্রশাসন।

২ আগস্ট (শনিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে এক জরুরি প্রশাসনিক সভার পর শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

শোক বার্তায় জানানো হয়, শুক্রবার (১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে গুরুতর আহত হন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বাসিন্দা মো. আরিফুল ইসলাম। পরে বিকেল সাড়ে চারটার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরিফুলের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শোক প্রকাশ করে বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু তার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

শোকের অংশ হিসেবে জুলাই-আগস্টের সব অনুষ্ঠানসূচিতে ১ মিনিট নীরবতা পালন এবং ক্যাম্পাসের মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজনের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

এ ছাড়া পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনার বাইরে থেকে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে নিহত শ্রমিকের পরিবারকে যথোপযুক্ত আর্থিক সহায়তা ও অন্যান্য সহযোগিতা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।