০১ আগস্ট ২০২৫, ১৮:৩০

বাংলাদেশ ফুটসাল ন্যাশনাল টিমের ক্যাম্পে ডাক পেলেন ঢাবির ৮ শিক্ষার্থী 

জিয়া ইন্টার ইউনিভার্সিটি ফুটসাল টুর্নামেন্টে রানার আপ হওয়া টিম  © টিডিসি ফটো

বাংলাদেশ ফুটসাল ন্যাশনাল টিমের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আটজন শিক্ষার্থী। সম্প্রতি অনুষ্ঠিত জিয়া ইন্টার ইউনিভার্সিটি ফুটসাল টুর্নামেন্ট ২০২৫ -এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দশ জনের একটি টিম অংশগ্রহণ করে রানার‌ আপ হয়। সেখান থেকে ৮ জন টপ পারফর্মারকে জাতীয় ফুটসাল দলের প্রাথমিক ক্যাম্পে ডাকা হয়েছে।

জাতীয় ফুটসাল দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী মো. ফাহিম মজুমদার বলেন, ‘সম্প্রতি অনুষ্ঠিত হওয়া জিয়া ইন্টার ইউনিভার্সিটি ফুটসাল টুর্নামেন্টে আমরা ১০ জন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিত্ব করি প্রথমবারের মতো। সেখানে রানারআপ হওয়ার গৌরব অর্জন করি। সেই টিম থেকেই ৮ জন টপ পারফর্মারকে জাতীয় ফুটসাল দলের প্রাথমিক ক্যাম্পে ডাকা হয়েছে।’

তিনি বলেন, ‘ফুটবল আমার ছোটবেলার প্রেম। সারাদিন মাঠেই থাকতাম, গ্রাম থেকেই হাতে খড়ি। কিন্তু আজ থেকে কিছুদিন আগেও আমাদের দেশে ফুটবলের সুন্দর সময় ছিল না। লোকাল প্লেয়ারদের ন্যাশনাল পর্যায়ে খেলা ছিল এক প্রকার অসম্ভব। কিন্তু এখন দিল বদলেছে, ফুটবলেও জোয়ার এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের জন্য দোয়া করবেন, যাতে দেশের ফুটবল আরও উন্নত হয়। সাথে ঢাবি থেকে যেন আরও ন্যাচেরালাইজড প্লেয়ার বের হয়।’