ঢাবির জহুরুল হক হলে প্রথম ‘ডিজিটাল সাইকেল গ্যারেজ’ উদ্বোধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রথম ‘ডিজিটাল সাইকেল গ্যারেজ’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) এ ডিজিটাল সাইকেল গ্যারেজের উদ্বোধন করেন হলের প্রাধ্যক্ষ ড. ফারুক শাহ।
এ বিষয়ে ড. ফারুক শাহ বলেন, ‘পরিবেশ ও নিরাপত্তা—এই দুটি বিষয়কে মাথায় রেখে মূলত এই কাজটি করেছি। কেননা, আগে যেখানে সেখানে শিক্ষার্থীরা সাইকেল রাখত। ফলে হলের পরিবেশ সুন্দর থাকত না। সেই সঙ্গে আমার দেখি প্রায়ই বিভিন্ন হল থেকে সাইকেল চুরি হয়। এ ডিজিটাল সাইকেল গ্যারেজ করার কারণে এখন সাইকেলের নিজস্ব মালিক ছাড়া কেউ গ্যারেজে প্রবেশ করতে পারবে না। ফলে সাইকেল চুরির কোন ভয় নেই।’
তিনি আরও বলেন, এই গ্যারেজে তিন স্তরে নিরাপত্তা রয়েছে। যেমন পাঞ্চ কার্ড দিয়ে গ্যারেজে প্রবেশ, ভেতরে তালা দিয়ে রাখা ও নিজেদের তালাসহ রাখতে পারবে।’
হল প্রাধ্যক্ষের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বলেন, ‘স্যার দায়িত্ব নেওয়ার পর একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। আজকে আমাদের হলের প্রধান মসজিদও উদ্বোধন করা হয়েছে। মসজিদের ভেতরে ও বাইরে সুন্দরভাবে সাজিয়েছেন। এ ছাড়া বারান্দা থাকে অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিয়ে সেখানে প্রতিটি রুমের সামনে জুতা রাখার জন্য র্যাকের ব্যবস্থাও করেছেন। আমরা চাই এ ধরনের শিক্ষার্থীবান্ধব কাজ চালু থাকুক।’