জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দিনব্যাপী উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার ‘হায়ার স্টাডি ৩৬০˚–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাবের (JUHSC) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান দীপু এবং ক্লাবের কো-ফাউন্ডার আবু সায়েম রিমন।
দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ বছর জাবি থেকে বিদেশে উচ্চশিক্ষায় সুযোগ পাওয়া প্রায় ২৫ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়।
সেমিনারে বিভিন্ন ফ্যাকাল্টির শিক্ষার্থীরা তাদের উচ্চশিক্ষার অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনা হয় ইরাসমাস মুন্ডাস এবং কমনওয়েলথ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া নিয়ে। এছাড়া, Education USA-এর প্রতিনিধি সোহেল ইকবাল আবেদন প্রক্রিয়া ও SoP (Statement of Purpose) লেখার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও IELTS প্রস্তুতির ওপর একটি মাস্টারক্লাস পরিচালনা করেন IDP Bangladesh।
অনুষ্ঠানে হায়ার স্টাডি ক্লাবের সভাপতি মো. শাহিদুজ্জামান সরকার শাওন বলেন, উচ্চশিক্ষার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্বপ্ন দেখতে ভয় পাওয়া এবং তথ্যের অভাব। এই প্রোগ্রাম একদিকে যেমন শিক্ষার্থীদের স্বপ্ন দেখায় ও সাহস দেয়, তেমনি পুরো দিনের আলোচনা একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে কাজ করে।
উল্লেখ্য, প্রতিবছর JUHSC-এর উদ্যোগে এমন সেমিনার, IELTS ও GRE প্রস্তুতির সহায়ক সেশন এবং স্কলারশিপ ও ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন বিষয়ক ওয়ার্কশপ আয়োজন করা হয়। ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকেই জাবির শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে।