ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধবিরোধী সংগঠন অংশগ্রহণ করতে পারবে কিনা— প্রশ্ন ঢাবি ছাত্রদল সাধারণ সম্পাদকের
যে ছাত্রসংগঠন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা? এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
রবিবার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ঢাকসুর তফসিল নিয়ে অংশীজনদের মতবিনিময় সভায় এ প্রশ্ন তোলেন তিনি।
শিপন বলেন, গনঅভ্যুস্থান পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বছর পার করতে যাচ্ছে। এই এক বছরে এমন কিছু নিরাপত্তাজনিত ঘটনা ঘটেছে যেগুলো বিগত ফ্যাসিবাদের আমলেও ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে হত্যা, হলের ভেতর বিভৎসভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক বহিরাগতকে হত্যার মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনার এখন পর্যন্ত সুষ্ঠু বিচার ও তদন্ত প্রক্রিয়া এখন পর্যন্ত দেখতে পাইনি।
প্রশাসনের নিকট প্রশ্ন তুলে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরোধিতা করেছিলো তাদের নির্বাচনে অংশগ্রহনের ব্যপারে আপনাদের সিদ্ধান্ত কি?