১৬ জুলাই ২০২৫, ১৫:২৪

জাবিতে সম্প্রীতির র‍্যালি ও ‘জুলাই-২৪ স্মৃতি’ সড়ক উদ্বোধন

‘জুলাই ২৪ স্মৃতি’ নামে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান  © সংগৃহীত

জুলাই স্মৃতিকে স্মরণ রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্প্রীতির র‍্যালি ও 'জুলাই ২৪ স্মৃতি' নামে একটি সড়ক উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৬ জুলাই) দুপুর ১২ টার দিকে উপাচার্যের বাসভবন সংলগ্ন প্রধান সড়ককে ‘জুলাই ২৪ স্মৃতি’ নামে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। 

এর আগে বেলা সোয়া ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ থেকে একটি র‍্যালি শুরু হয়। র‌্যালিটি নতুন কলা ভবন হয়ে পরিবহণ চত্ত্বর দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, জুলাই স্মৃতিকে ধরে রাখার জন্য ‘জুলাই ২৪ স্মৃতি’ সড়ক শুধু একটি নেমপ্লেট নয় শুধু একটি সড়ক নির্দেশক নয় এটা আমাদের চেতনা ধারণ করবার জিনিস।

তিনি আরো বলেন, পরাজিত শক্তিকে পরাজিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবার সহায়তায় জুলাই স্মৃতিকে ধারণ করে স্বপের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জাহাঙ্গীরনগরেই হবে সবার রোল মডেল বলে প্রত্যাশা করেন তিনি।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, বাঙালি এমন একটা জাতি তারা ইতিহাস রচনা করতে পারে। এই জাতি পৃথিবীর ইতিহাসে অনন্য যারা শুধু ভাষার জন্য ১৯৫২ সালে শহীদ হয়েছে। ২১ শে ফেব্রুয়ারি যেমন আমাদের ইতিহাসে শহীদ দিবস একইভাবে ১৬ জুলাইও শহীদ দিবস।