২৯ জুন ২০২৫, ১৭:০২

জাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের পদত্যাগ 

নিগার সুলতানা  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা ডিন পদ থেকে অব্যাহতি চেয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। 

রবিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান অব্যাহতি পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গতকাল শনিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো এক পত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে  অধ্যাপক নিগার সুলতানা ডিন পদ থেকে অব্যাহতি কামনা করেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, আমি গত  ১৬ মে ২০২৪ থেকে ২৮ জুন ২০২৫  পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদে ডিন হিসাবে দায়িত্বে ছিলাম। আমি ব্যক্তিগত কারনে ২৮ জুন ২০২৫ তারিখ হইতে আমার ডিন এর পদ হইতে অব্যাহতি প্রদানের জন্য অনুরোধ করছি।
এছাড়াও তিনি অব্যাহতি পত্র গ্রহণসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।