২৭ জুন ২০২৫, ১৩:১৪

ঢাবিতে তরুণীর আত্মহত্যার চেষ্টা : জানা গেল কারণ

ঢাবির মল চত্বরে তরুণী আত্মহত্যার চেষ্টা  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মল চত্বরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক তরুণী আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে কয়েকজন শিক্ষার্থী তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে যান।

গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১১টার পর এ ঘটনা ঘটে। তরুণীর গ্রামের বাড়ি রংপুর জেলায়।

একাধিক সূত্র থেকে জানা যায়, প্রেমঘটিত বিষয়ে টানাপোড়েনের কারণে ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেন।

আরও পড়ুন : আনিসার পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন: শিক্ষা উপদেষ্টা

সূত্র জানায়, তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের রহিম (ছদ্মনাম) নামে এক শিক্ষার্থীর সঙ্গে সম্পর্কে জড়ান। কিন্তু বেশ কয়েক দিন ধরে তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এ জন্য‌ই তিনি এখানে এসে আত্মহত্যার চেষ্টা করেন।

অন্যদিকে অভিযুক্ত রহিম অভিযোগ করে বলেন, ওই তরুণী দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন এবং একাধিক ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। এ জন্য রহিম তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে চান।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তিনি তার পরিবার এলে মুচলেকা নিয়ে পরিবারের হাতে তাকে তুলে দেওয়া হয়। ছেলেটিও হাসপাতালে উপস্থিত ছিল।‌