২৬ জুন ২০২৫, ২৩:২০

জাবিতে অটোরিকশা চালুর আন্দোলনে জুলাই হামলাকারী ছাত্রলীগ কর্মী

মো. মাহফুজ গাজী  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পুনরায় অটোরিকশা চালুর আন্দোলনের সম্মুখ সারিতে জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাকারী এক ছাত্রলীগ কর্মীকে দেখা গেছে।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে গত বছরের ১৪, ১৫ ও ১৭ জুলাইয়ে সংগঠিত হামলার ঘটনায় গঠিত অধিকতর তদন্ত কমিটির ভিডিও ও স্থির চিত্র প্রদর্শনীতে ওই ছাত্রলীগ কর্মীকে চিহ্নিত করা হয়। ভিডিও ও স্থির চিত্র প্রদর্শনীতে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেন। 

অভিযুক্ত ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মাহফুজ গাজী। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে বসবাস করেন। জুলাই আন্দোলনের সময় মাহফুজ গাজী শহিদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র হিসেবে সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে ।

গত ২৫ জুন বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অটোরিকশা পুনরায় চালুর আন্দোলনে তাকে সম্মুখ সারিতে দেখা যায়। বিভিন্ন ফুটেজে দেখা যায়, জুলাইয়ে জাবি উপাচার্যের বাসভবনের হামলায় সবুজ রঙের টি শার্ট পরিহিত ছিলেন এবং একই রঙের টি-শার্ট পরিহিত অবস্থায় অটোরিকশার জন্য আন্দোলনে দেখা গেছে। এসময় পরিদর্শনে আসা কমনওয়েলথ প্রতিনিধি দল, ভর্তি হতে আসা শিক্ষার্থীসহ সাংবাদিকদের ভবনে আটকে রেখে আন্দোলন করেছেন মাহফুজ গাজীসহ একদল শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অনেকেই মনে করছেন জাকসুকে সামনে রেখে মাহফুজ গাজীর মতো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংশ্লিষ্টরা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের আড়ালে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার পায়তারা করছে কিনা খতিয়ে দেখা দরকার।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিহাদুল ইসলাম বলেন, যেহেতু জাকসুর তাখিখ ঘোষণা করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের আড়ালে আন্দোলনের নামে অনেকে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও  শিক্ষার্থীদের সতর্কতা অবলম্বন করা উচিত।

তাঁর ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে অধিকতর তদন্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব বলেন, উক্ত শিক্ষার্থীকে আমরা কারণ দর্শানোর নোটিশ প্রদান করব আত্মপক্ষ সমর্থনের জন্য।