২৬ জুন ২০২৫, ১৮:৫২

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল ছাত্রদল

বরণ করে নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা  © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন ছাত্রীদের ফুল, কলম ও চকলেট দিয়ে বরণ করে নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রী হলের সামনে এ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, রোকেয়া হল এবং ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে ছাত্রদলের নেত্রী ও কর্মীরা নবীন শিক্ষার্থীদের হাতে ফুল, কলম ও চকলেট তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেত্রী নওশীন নাহার অথি, আয়েশা মনি, রাবেয়া খানম জেরিন, শ্রাবন্তী হাসান বন্যা, জান্নাতুল ফেরদৌস পুতুল, জাকিয়া আলো, সাদিয়া আফরিন এনীসহ আরো অনেকে।

ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, নবীন শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজন বা সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েই তারা এই আয়োজন করেছেন। নতুনদের প্রতি শুভকামনা জানিয়ে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে সবাই মিলেমিশে একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে পারবে।