২৫ জুন ২০২৫, ২২:৪৭

গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসে যৌথবাহিনীর অভিযানে আটক যুবক 

যৌথবাহিনীর অভিযানে আটক যুবক   © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসে সেনাবাহিনী যৌথ অভিযানে আটক হন এক যুবক। বুধবার (২৫ জুন) রাত আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে আটক করা হয় তাকে।

আটককৃত সেই যুবক বলেন, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে উদ্যানের ভেতরে আসছি। সে আসতেছে। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এখানে কেন? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রমনার পেছনের গেট দিক দিয়ে ঢুকে মুক্তমঞ্চের কাছে এসে বসেছিলাম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সেনাবাহিনী ও পুলিশ নিয়ে যৌথ অভিযান চালানো হয়েছে। 

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত‌ই ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় অভিযান চালায়। তার‌ই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় তিন নেতার মাজার সংলগ্ন এলাকা ও সোহরাওয়ার্দী উদ্যানে অভিযোগ পরিচালনা করা হয় । এ সময় অনেকে আটক করতে দেখা যায়।