৩০ মে ২০২৫, ০৩:৩৩

যুক্তরাষ্ট্রে ফুল স্কলারশিপ পেয়েও ভিসা আবেদনের জটিলতায় স্বপ্নভঙ্গ ঢাবি শিক্ষার্থীর

ভিসা আবেদন  © সংগৃহীত

বিশ্বব্যাপী বিদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনের প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েও ওবায়দুর রহমান সোহান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  (ঢাবি) এক শিক্ষার্থীর যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার স্বপ্ন ভঙ্গ হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ মে) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস ও কনস্যুলেটে পাঠানো বার্তায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিজিটর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে না। একই সঙ্গে, ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা যাচাই বাধ্যতামূলক করার পদক্ষেপও নিচ্ছে মার্কিন প্রশাসন। 

ঢাবি শিক্ষার্থী ওবায়দুর রহমান সোহান বলেন, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অফার লেটার পেয়েছি, মিলেছে স্কলারশিপও। উচ্চশিক্ষার উদ্দেশ্যে স্বপ্নের গন্তব্যে যেতে গত দুই বছর কঠোর পরিশ্রম করেছি। ভাষা দক্ষতার পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের আবেদনসহ সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল, কিন্তু মার্কিন প্রশাসনের হঠাৎ এমন সিদ্ধান্তে সব চেষ্টা থমকে গেল। এখন কী করব, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছি।  

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের পরামর্শক অ্যানি রহমান বলেন, কোন দেশ ভিসা দিবে কি দিবে নাএটা একান্তই তাদের সিদ্ধান্ত। 

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশে কারা আসছে, তাদের সব বিষয় যাচাই-বাছাই (ভেটিং) করার প্রক্রিয়াটি আমরা খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমরা এটা অব্যাহত রাখব। কারা আমাদের দেশে আসছে, তারা শিক্ষার্থী নাকি অন্য কেউ, সেটা যাচাই করে দেখার যত উপায় আছে, তার সবই ব্যবহার করা হবে।’