চার দফা দাবিতে জাবি ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের স্মারকলিপি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কলা ও মানবিকী অনুষদের (কলাভবন) রুম বণ্টনে ইংরেজি বিভাগের প্রতি বৈষম্য নিরসনসহ চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (২১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামরুল হাসানকে এ স্মারকলিপি প্রদান করেন বিভাগের শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে বলা হয়েছে, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হলে বিভাগীয় সংকটসমূহ নিরসন করা জরুরি। অবকাঠামোগত সমস্যার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হচ্ছে ফলে তাঁরা প্রতিযোগিতামূলক এ বিশ্বে পিছিয়ে পড়ছে।
শিক্ষার্থীদের দাবিগুলো হল- আগামী ১৫ কর্মদিবসের মধ্যে নতুন কলাভবনের নিচতলায় অবস্থিত ইংরেজি ও দর্শন বিভাগের মধ্যে রুম সমবণ্টন করে ইংরেজি বিভাগের রুম সংকট দূর করতে হবে। একটি আলাদা রুম বরাদ্দ দিয়ে বিভাগের জন্য একটি আধুনিক ল্যাঙ্গুয়েজ ল্যাব গঠন করতে হবে। ৩. মান উন্নয়নমূলক পরীক্ষা পদ্ধতি চালু করতে হবে। ৪. ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশের পরে খাতা পুনর্মূল্যায়নের আবেদন করার সুযোগ প্রদান করতে হবে।
স্মারকলিপিতে আরও বলা হয়েছে, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার মুখে পড়বে।
স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীরা জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যৌক্তিক দাবিগুলো পূরণে দ্রুত সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ আশ্বাস দিয়েছে।