১৪ মে ২০২৫, ১৭:০৮

সোহরাওয়ার্দী উদ্যানের মাদক কারবারি বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসসহ ৭ দফা দাবি

নিরাপদ ঢাবি ক্যাম্পাস এবং সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা নিশ্চিত করতে স্মারকলিপি দেয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ  © টিডিসি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক কারবারি ও অবৈধ দোকানপাট বন্ধ এবং ভবঘুরে উচ্ছেদসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (১৪ মে) দুপুরে নিরাপদ ঢাবি ক্যাম্পাস এবং ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা নিশ্চিত করতে এসব দাবি জানিয়ে প্রশাসনের কাছে একটি স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা। 

জানা যায়, এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, গণপূর্ত অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সংগঠনটির ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মহির আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, আছিয়া রেমিজা, আবু সাইদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে নেতাকর্মীরা সাতটি প্রস্তাবনা তুলে ধরেন। সেগুলো হল: 
১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার ইয়ামিন সাম্য’র হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
২। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি গেট বন্ধ করতে হবে এবং সমস্ত অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে হবে।
৩। ক্যাম্পাসে অবস্থানরত ভবঘুরে, মাদকাসক্ত এবং অপ্রকৃতিস্থ ব্যক্তিদের ক্যাম্পাস থেকে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তাগুলোকে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ এবং প্রবেশমুখগুলোতে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
৫। সোহরাওয়ার্দী উদ্যান নিরাপদ রাখার লক্ষ্যে পর্যাপ্ত পরিমাণে বৈদ্যুতিক বাতি এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।
৬। উদ্যানে বিদ্যমান অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে হবে।
৭। মুক্তমঞ্চসহ উদ্যানের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সকল প্রকার মাদক কারবারি ও মাদকসেবীদের নির্মূল করতে হবে।