১৪ মে ২০২৫, ১৬:৩৪

সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার ও সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তার দাবি ঢাবি শিক্ষার্থীদের

নিহত সাম্য ও ঢাবির সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি  © সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, বিচার ও ও সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ হত্যাকাণ্ড ও সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন তারা।

আজ বুধবার (১৪ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর এক স্মারকলিপিতে এ দাবি জানান ঢাবির সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা স্মারকলিপিতে বলা হয়, ‘আপনি অবশ্যই অবগত আছেন, গতকাল (১৩ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে বহিরাগতদের হামলায় ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। সাম্য শুধু একজন সাধারণ শিক্ষার্থী নয় । তিনি সম্মুখে থাকা একজন জুলাই যোদ্ধা। সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানাচ্ছি।’

এতে বলা হয়, ‘সোহরাওয়ার্দী উদ্যান শুধু রাজধানীতে বসবাস করা সাধারণ নাগরিকদের জন্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে হওয়ায় শিক্ষার্থীরা এখানে নিয়মিত আসা যাওয়া করে থাকে। উদ্যানটি বহু বছর যাবৎ অরক্ষিত অবস্থায় থাকায় এখানে মাদক ও দেহ ব্যবসাসহ সন্ত্রাসী এবং ছিনতাইকারীদের আশ্রয়ের একটি স্থল হয়ে উঠেছে। সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের না হলেও ঢাবি প্রশাসন চেষ্টা করে নিরাপদ রাখার। সোহরাওয়ার্দী উদ্যানের শৃঙ্খলা রক্ষা এবং এখানে আগত সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শাহবাগ থানার। কিন্তু আমরা দেখছি নাগরিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় শাহবাগ থানা অদৃশ্য কারণে কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না।’

আরও পড়ুন: চবির ৫ম সমাবর্তনে ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান

স্মারকলিপিতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় আমরা আপনার নিকট শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। একই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত সকল প্রকার স্থাপনা উচ্ছেদ এবং উদ্যানের ভেতরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। মাদক ব্যবসায়ী চাঁদাবাজদের কোনো পরিচয় নেই তারা যে দল বা শিক্ষার্থী হোক না কেন এর সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাই।’