১৩ মার্চ ২০১৯, ১৯:০৯

এমন নির্বাচনের ভিপি পরিচয় দেয়া লজ্জাজনক: ঢাবি ভিসিকে নুর

নানা অনিয়ম ও অভিযোগের মধ্য দিয়ে সম্পন্ন হওয়া ডাকসু নির্বাচনে জয়ী হয়ে নিজেকে ভিপি পরিচয় দেয়া লজ্জাজনক বলে মন্তব্য করেছেন নুরুল হক নুর। বুধবার বিশ্ববিদ্যারয়ের ‍উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সঙ্গে দেখা করে এই কথা জানান নুর। এ সময় তার সঙ্গে নির্বাচন বর্জন করা ৫ টি প্যানেলের ১১ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল। তারা ডাকসু নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচন দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।

নুর বলেন, নির্বাচনে যথেষ্ট অনিয়ম হয়েছে। বিষয়টি নিয়ে আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছি; কিন্তু তিনি বলেছেন, তিনি অসহায়। নির্বাচনের দিন অনিয়মগুলো আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। ছাত্রলীগের কর্মীরা ভোটে দিয়ে আবার লাইনে লাইনে। তাদের চিহ্নিত করার সুযোগ ছিল না।

এর আগে আগামী শনিবারের মধ্যে বাতিল করার দাবিতে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পাঁচ প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা। সেখানে দাবির সমর্থনে বিভিন্ন ধরণের স্লোগান দেন তারা।

সেখানে ‘প্রগতিশীল ছাত্র জোট’ এবং ‘সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য’র ভিপি প্রার্থী লিটন নন্দী বলেন, ‘ডাকসু নির্বাচনের ফলাফল আমরা মানিনা। এ ডাকসু আমাদের না। এ নির্বাচন আবার দিতে হবে। আমরা কেউ শপথ নিবো না।’ কোটা সংস্কার আন্দোলনের নেতা ও ডাকসু নির্বাচনের এজিএস প্রার্থী ফারুক হোসেন বলেন, ‘ঢাবির একেকজন শিক্ষার্থী এক একটা স্ফুলিঙ্গ। এ স্ফুলিঙ্গ একবার জ্বলে উঠলে পুরো জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে।’ তিনি বলেন, ‘রোকেয়া হলের আপুদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা তিনদিনের মধ্যে প্রত্যাহার করতে হবে। নয়তো সকল শিক্ষার্থথীদের নিয়ে পুরো ঢাবি অচল করে দেয়া হবে।’

ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, ‘বিতর্কিত নির্বাচন শনিবারের মধ্যে বাতিল ঘোষণা করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এ নির্বাচনের সাথে জড়িত সকল শিক্ষককে অবিলম্বে পদত্যাগ করতে হবে। একই সাথে দল নিরপেক্ষ ও গ্রহণযোগ্য শিক্ষকদের দ্বারা নির্বাচন কমিশন গঠন করে পুনঃতফসিল ঘোষণা করতে হবে।

এদিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে নির্বাচনে বিজয়ীদের আভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বুধবার সন্ধ্যায় নব নির্বাচিত সকল ছাত্র প্রতিনিধিদের আভিনন্দন জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি বলেন, দীর্ঘ প্রায় আড়াই যুগ পর গত ১১ মার্চ ২০১৯ সোমবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। যারা এই নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদেরকে তিনি আভিনন্দন জানান।

তিনি আরও বলেন, উপাচার্য এই নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনায় সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে ভোটাধিকার প্রয়োগ করায় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষভাবে ধন্যবাদ জানান।