১১ মার্চ ২০১৯, ০৯:২৭

ডাকসু: কুয়েত-মৈত্রী হলে ভোট গ্রহণ স্থগিত

আজ সোমবার সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদের ভোটগ্রহণ শুরু হয়েছে। ১৮টি হলে একযোগে চলা এ ভোট শেষ হবে বেলা ২টায়।

ভোটগ্রহণের শুরুতেই অনিয়ম আসায় বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। হলের সাধারণ ছাত্রীদের বিক্ষোভের মুখে সকাল ৯টার পর এ ঘোষণা করেন নির্বাচনের চিফ রিটানিং অফিসার অধ্যাপক মাহফুজুর রহমান।

এর আগে সকাল ৯টার দিকে ওই হলে সীল মারা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। সাধারণ ছাত্রীদের সহায়তায় প্রশাসন এটা উদ্ধার করে জলে জানা যায়। পরে হলের সামনে এ নিয়ে বিক্ষোভ করছে সাধারণ ছাত্রীরা।

৯টার পর সেখানে যান বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মো. সামাদ, প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী, নির্বাচনের চিফ রিটানিং অফিসার অধ্যাপক মাহফুজুর রহমান প্রমুখ।