নির্বাচনী আচরণবিধি ভেঙ্গে মসজিদে ভোট চাইলেন রাব্বানী
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ মার্চ ২০১৯, ০৩:২৬ PM , আপডেট: ০৫ মে ২০২৪, ০৭:২৫ AM
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ভোট চাইলেন ডাকসু নির্বাচনে ছাত্রলীগের জিএস প্রার্থী গোলাম রাব্বানী। শুক্রবার জুমার নামাযের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তিনি দাঁড়িয়ে ছাত্রলীগ প্যানেলকে জয়ী করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আচরণবিধিমালায় ধর্মীয় উপাসনালয়ে কোন ধরণের প্রচারণা চালালোর উপর নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না।
আরো দেখুন: অনাবাসিক ভোটারদের ভয় কাটছে না
শুক্রবার ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস প্রার্থী গোলাম রাব্বানী ছাত্রলীগ মনোনীত প্যানেলকে জয়ী করার জন্য আহ্বান জানিয়ে মসজিদে বলেছেন, ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে। আপনারা দেখেছেন আমি শিক্ষার্থী বান্ধব কর্মসূচিগুলোতে সরব ছিলাম। তাই আপনাদের হয়ে কাজ করার জন্য আগামী ১১ মার্চ ভোট দিয়ে ছাত্রলীগের প্যানেলকে জয়ী করবেন।
আরো দেখুন: ডাকসু ও হল সংসদ: ৬ ঘণ্টায় সাড়ে ১৬ লাখ ভোট, সম্ভব?
এসময় গোলাম রাব্বানী নিজের ব্যালট নম্বর উল্লেখ করে বলেন, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর কথা বলার সুযোগ করে দিতে আপনারা আমার ব্যালট নম্বর-৩ এ সাধারণ সম্পাদক (জিএস) পদে ভালোবাসার ভোট দিবেন।
এদিকে, ডাকসু নির্বাচনের আচরণ বিধিমালায় নির্বাচনী সভা, সমাবেশ ও শোভাযাত্রা সংশ্লিষ্ট ৫ নং বিধির (ছ) তে বলা আছে কোনো ধর্মীয় উপাসনালয়ে (যেমন: মসজিদ,মন্দির, গির্জা ইত্যাদী) কোন প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।
আরো দেখুন: ডাকসু যেভাবে রাজনীতির ‘পাওয়ার হাউজ’ হয়ে উঠলো