১৬ এপ্রিল ২০২৫, ০১:০৩
‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ এলো টিএসসিতে
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ চারুকলা অনুষদের সামনে থেকে এনে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০ টার দিকে এমন ঘটনা ঘটে।
এবিষয়টি নিয়ে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক অধ্যাপক ড. আজহারুল ইসলাম চঞ্চল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, একদল শিক্ষার্থী এসে মোটিফটি নিয়ে যায় বের করে। তবে তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কি না এই বিষয়ে আমি বলতে পারবো না।