বাইতুল মোকররমে মিছিল: রাষ্ট্রীয় বাহিনীর ব্যর্থতার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের প্রকাশ্য কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা এবং তাদের কার্যক্রম ঠেকাতে রাষ্ট্রীয় বাহিনীর ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। এসময় তারা বাইতুল মোকাররমে মিছিলকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার পেছনে অন্তরর্বর্তীকালীন সরকারকে দায়ী করেন। এবং পরিস্থিতি সামাল দিলে না পারলে শেখ হাসিনার মতো অবস্থা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর আজ যে মিছিল করেছে তার প্রচার-প্রচারণা অনেক আগে থেকেই চালানো হয়েছে। তারা নানা জায়গায় পোস্টার লাগিয়ে প্রচারণা চালিয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকে কোনো পদক্ষেপ নেয়নি। আজকের মিছিলের সময়ও পুলিশকে হেলেদুলে হাটতে দেখা গেছে। অন্য সময় পুলিশ নিরীহ শিক্ষার্থীদের উপর গুলি চালাতে পারে কিন্তু আজ এখানে নীরব ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, 'অনেক দিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ যাচ্ছে। এর জন্য সরকার, পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলো দায়ী। তাদেরকে বলতে চাই, আমরা যারা জুলাই অতিক্রম করে এসেছি তারা কখনো মাথা নোয়াবে না।
আরও পড়ুন: ইফতারিতে শিবিরের ৯০ লাখ টাকা খরচের হিসাব জানতে চাইলেন ছাত্রদল সাধারণ সম্পাদক
তিনি আরো বলেন, হিজবুত তাহরীরের সাথে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নেই। এ সংগঠন অপতৎপরতার মাধ্যমে গণঅভ্যুত্থানের আকঙ্ক্ষা বিনষ্ট করতে চায়। একবিন্দু রক্ত থাকতে ছাত্রজনতা আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে সুযোগ করে দেয় এমন কোনো কর্মকাণ্ড দেশে পরিচালনা করতে দেওয়া হবে না।
সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আব্দুল কাদের বলেন, 'বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। যে বাক স্বাধীনতার জন্য আমরা লড়েছি, উগ্রবাদী গোষ্ঠী আগস্টের পর থেকে তার অপব্যবহার করছে। হাসিনা ভারতে বসে বলছে এ দেশ জঙ্গীবাদের দখলে। হাসিনার সে মতবাদকে বাস্তবে রূপ দিতে জঙ্গীরা কাজ করে যাচ্ছে। যারা হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি।
তিনি বলেন, হিজবুত তাহরীর কী চায়, কেন চায় তার ঠিক নেই। তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের মডেল কিংবা উদ্দেশ্য কোনোটিই পরিষ্কার নয়। আপনারা এ উগ্রবাদের পাল্লায় পড়ে কারো ঘুঁটি হবেন না। আজকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে যারা মিছিল করেছে তাদেরকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। তাদেরকে যারা মদদ দিয়েছে তাদেরকেও শনাক্ত করতে হবে।