সড়ক দুর্ঘটনায় নিহত চবি শিক্ষার্থী তানিয়া

চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে সিএনজি-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে রেহানা আক্তার তানিয়া (২৫) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় নাজিরহাট পৌরসভার আজমরোড রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পারভেজ নামে অন্য এক যুবকের শরীর থেকে হাতের কব্জি আলাদা হয়ে যায়।
ঘটনা সূত্রে জানা যায়, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে পথচারীরা তিন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করে। এতে আহত হয়েছেন আরও দুইজন। আহত পারভেজকে দ্রুত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী দ্রুতগামী টেম্পু বিবিরহাটগামী সিএনজির সামন থেকে চাপা দিলে এই দুর্ঘটনা সংঘটিত হয়। এই ঘটনায় অঞ্জনা দাস নামে এক নারীও গুরুতর আহত হয়। রেহানা আক্তার তানিয়ার বাড়ি ফটিকছড়ির রাঙ্গামাটিয়া কামরাঙ্গা পাড়ায়। তিনি চবির সমাজতত্ত্ব বিভাগ থেকে সদ্য স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
সহপাঠীদের থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত তানিয়ার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
{{home_title}}

নোয়াখালীতে চালু হচ্ছে অনলাইন জিডি সেবা—ঘরে বসেই করবেন আবেদন যেভাবে

রেললাইন অবরোধ করে কৃষিবিদদের অধিকার রক্ষায় বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ
