২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০২

বাতিল হচ্ছে না চবি ছাত্রীর সনদ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন বহিষ্কৃতরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দর্শন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর ড. কোরবান আলীকে লাঞ্ছিত করা শিক্ষার্থীর সনদ বাতিল না করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে দুই বছরের জন্য বহিষ্কৃত নয় শিক্ষার্থীকে আগামী ১৫ দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে।  

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত ৫৫৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আত্মপক্ষ সমর্থনের পর নতুন তদন্ত কমিটি গঠন হতে পারে।

ড. সাইফুল ইসলাম বলেন, গত ৫ ফেব্রুয়ারির ঘটনায় স্থায়ী বহিষ্কৃত ওই নারী শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বহাল থাকলেও সনদ বাতিল হচ্ছে না। এছাড়া ২ বছরের জন্য বহিষ্কৃত ৯ শিক্ষার্থীকে ১৫ দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। তাদের উত্তরের ভিত্তিতে এ বিষয়ে পুনরায় তদন্ত করা হবে কি-না প্রশাসন সিদ্ধান্ত নিবে।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জননেত্রী শেখ হাসিনা হলের (পরিবর্তিত নাম 'বিজয় ২৪ হল') নামফলক ও হলের সামনে কংক্রিট দিয়ে নির্মিত নৌকা ভাঙতে গেলে শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই হলের শিক্ষার্থীরা। এক পর্যায়ে সেখানে উপস্থিত আফসানা এনায়েত এমি শিক্ষক কোরবান আলীকে থাপ্পড় দেন।

এ ঘটনায় আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ীভাবে বহিষ্কার ও তার সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নয়জনকে দুই বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। পরবর্তীতে এ বহিষ্কারাদেশ প্রহসনমূলক বলে দাবি করে আন্দোলন করেন বহিষ্কৃত শিক্ষার্থীরা।