২৭ জানুয়ারি ২০২৫, ০৩:৫০

৪ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক, নিজ নিজ ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের মধ্যে দীর্ঘ প্রায় ৪ ঘণ্টার সংঘর্ষ-ধাওয়া পালটা ধাওয়া শেষে রাজধানীর নীলক্ষেত এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে৷ এসময় প্রক্টরের সঙ্গে ক্যাম্পাসে ফিরেছেন ঢাবি শিক্ষার্থীরা। অন্যদিকে, নীলক্ষেত মোড়ে সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে ফিরেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার পর প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্ত হয়ে ক্যাম্পাসে ফিরে আসার আহ্বান জানালে প্রক্টরের সঙ্গে শিক্ষার্থীরাও ক্যাম্পাসে ফিরে আসেন। 

এসময় ঢাবি শিক্ষার্থীরা- ‘বাতিল বাতিল বাতিল চাই, অধিভুক্তি বাতিল চাই’, ‘বাতিল বাতিল বাতিল চাই, ৭ কলেজ বাতিল চাই’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 

এসময় প্রক্টর বলেন, সোমবার ৭ কলেজ ইস্যুতে মিটিং ডাকা হয়েছে। আমরা অধিভুক্তি বাতিল বিষয়ে মন্ত্রণালয়ে অনেক আগেই চিঠি দিয়েছি। আমরাও ৭ কলেজকে আমাদের সঙ্গে রাখতে চাই না। আমরা ২০২৪-২৫ সেশন থেকেই তাদের বাদ দেওয়ার চিন্তা করেছি। 

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮-৯ জন আহতের কথা জানতে পেরেছি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এরপর নিউমার্কেট-নীলক্ষেত এলাকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এসময় নীলক্ষেত মোড়ে সাত কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে করে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যেতে দেখা যায়। 

সংবাদ সম্মেলনে সাত কলেজ শিক্ষার্থীদের পক্ষে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পার্সন আব্দুর রহমান নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, ৭ কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি ড. মামুন আহমেদের বিচার করতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ সোমবার সকাল ৯টা থেকে ঢাকা শহর অবরোধ করা হবে। ৭ কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস এলাকায় অবরোধ কর্মসূচি পালন করবেন।

এর আগে রবিবার রাত ১০টার দিকে ক্ষমা না চাওয়ায় শিক্ষার্থীরা প্রো-ভিসির বাস ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন সাইন্স ল্যাবে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা। পরে ১১টার দিকে সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত হয়ে ঢাবির মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় স্যার এ এফ রহমান হলের দিকে ঢাবি শিক্ষার্থীরা অবস্থান করলে সেখানে উত্তেজনা তৈরি হয়। এরপর পরই সাড়ে ১১টার দিকে নীলক্ষেত এলাকায় শুরু হয় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় নীলক্ষেত এলাকা রণক্ষেতে পরিণত হয়।