ডাকসু নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করতে আলোচনা শুরু ৪ ফেব্রুয়ারি
![ডাকসু নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করতে আলোচনা শুরু ৪ ফেব্রুয়ারি](https://cdn.thedailycampus.com/resources/img/article/202501/167017_392.jpg?resizemode=4&width=400)
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাবির জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডাকসুর নির্বাচনী আচরণবিধি সময়োপযোগী করার লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনসহ বিভিন্ন পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত গ্রহণ করা হবে।
এর আগে, গত বছরের ২৫ ডিসেম্বর ডাকসুর গঠনতন্ত্র সংশোধনে কমিটি গঠন করে ঢাবি কর্তৃপক্ষ।