ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন বিস্তারিত তথ্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিভাগের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
ওয়েবসাইটে জানানো হয়, নির্বাচিত প্রার্থীদের ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৭টার মধ্যে আইবিএ-এর পরীক্ষার ফলে রিপোর্ট করতে বলা হয়েছে। একই দিনে নির্বাচিত প্রার্থীদের মূল্যায়নের লিখিত অংশটি অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
এছাড়াও জানানো হয়, প্রার্থীদের অবশ্যই তাদের সাথে নিম্নলিখিত নথিগুলি আনতে হবে: ১. আসল অ্যাডমিট কার্ড, ২. একাডেমিক শংসাপত্রের মূল কপি (গ্রেড শিট, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট এবং প্রশংসাপত্র) এ লেভেল/এইচএসসি বা সমমানের এবং ও লেভেল/এসএসসি বা সমমানের এবং উল্লিখিত প্রতিটি নথির ফটোকপি আনতে হবে (প্রত্যয়ন প্রয়োজন নেই)।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঢাবির আইবিএ’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ১২০টি আসনের বিপরীতে ১০ হাজার ২৭৮ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এ ছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ জানুয়ারি, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।